Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ অক্টোবর ২০২০

বন্দর নিরাপত্তা

ভূমিকা :-

মোংলা বন্দরের গুরুত্ব বিবেচনা করে যেকোন ধরনের নাশকতামূলক কর্মকান্ড  হতে দেশী বিদেশী জাহাজের নিরাপদ চলাচল ও অবস্থানসহ বন্দরের জানমাল বক্ষার্থে একটি স্বতন্ত্র নিরাপত্তা বিভাগের প্রয়োজন অনুভুত হয়। এ লক্ষ্যে মংলা বন্দর যাত্রার প্রারম্ভ হতে মোংলা বন্দরের নিরাপত্তা বিভাগ গঠিত হয়ে প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছে। বন্দরের নিরাপত্তা বিভাগের অধীনস্থ গোয়েন্দা শাখা বন্দরের নিরাপত্তা ও নিরাপত্তার প্রতি হুমকি বিষয়ক কর্মকান্ডের উপর সার্বক্ষনিক নজরদারী করে থাকে এবং আন্তজার্তিক চাহিদার প্রেক্ষিতে ০১-০৭-০৪ তারিখ হতে এ বন্দরে ISPS কোড বাস্তবায়ন করা হয়েছে। বন্দরের জেটি এলাকা ISPS কোড  এর অন্তর্ভুক্ত । নিরাপত্তা বিভাগ কর্তৃক  নিম্নরুপ নাগরিক সেবা  প্রদান করা হয়ে থাকে:-

প্রদত্ত সেবা সমূহ:-
১)   মবক এর সার্বিক নিরাপত্তা বিধান।
২)    আইএসপিএস কোড এর সকল কার্যক্রম মনিটরিং।
৩)    বন্দর ব্যবহারকারীদের পরিচয়পত্র ও জেটি সরকার লাইসেন্স প্রদান।
৪)   আমদানী/রপ্তানী পন্যবাহী যানবাহন ও জন চলাচল নিয়ন্ত্রণ।
৫)    খুলনায় অবস্থিত বন্দরের শাখা অফিস, বন্দর আবাসিক এলাকা, স্কুল, মসজিদ, রেষ্টহাউস, অফিসার্স ক্লাব, রুজভেল্ট জেটি, রুজভেল্ট জেটিতে আগত মালামাল ও     নৌযান এর সার্বিক নিরাপত্তা বিধান ।
৬)    দর্শনার্থীদের পাশ প্রদান ।
৭)    জেটিতে অবস্থানরত সমুদ্রগামী জাহাজের নিরাপত্তা বিধান ও নদীতে টহল প্রদান।
৮)    বন্দরের সকল অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজে অংশ গ্রহণ।

নিরাপত্তা নীতি বা পলিসি:-

আন্তর্জাতিক মান সম্পন্ন বন্দরের সকল কার্যক্রমকে সচল ও গতিশীল রাখতে বন্দরের সকল সুবিধা সমূহকে  এর
ব্যবহারকারীদের নিকট নিরাপদ রাখা এবং বন্দরে আগত জাহাজ  এবং মালামাল সমূহের যথাযথ নিরাপত্তা প্রদানই  এ বিভাগের মূলনীতি। 

নিরাপত্তা  প্রদানের  ধরণ:-

 মোংলা বন্দর কর্তৃপক্ষের  সদর দপ্তর, স্থায়ী বন্দর মংলা,  পুরাতন মংলা, খুলনা  ও হিরন পয়েন্ট  স্থাপনা  সমূহে নিরাপত্তা বিভাগের মাধ্যমে  নিরাপত্তা প্রদান করা হয়ে থাকে। এছাড়া বন্দরে আগত সকল প্রকার জাহাজ ও সকল প্রকার আমদানী-রপ্তানীযোগ্য মালামালের সুরক্ষা এবং বন্দর ব্যবহারকারীর নিকট মংলা বন্দরকে একটি নিরাপদ বন্দর হিসেবে তুলে ধরতে বিভিন্ন স্তরে নিরাপত্তা নিশ্চিত করে  থাকে

অগ্নি  নির্বাপন  কার্যক্রম:-

         মোংলা  বন্দর কর্তৃপক্ষের  স্থায়ী  বন্দরে ১টি  ফায়ার  ষ্টেশন রয়েছে। এ ফায়ার ষ্টেশনটি আধুনিক সরঞ্জামসহ ফায়ার ফাইটিং গাড়ী ও অন্যান্য লজিষ্টিক ইকুইপমেন্ট দ্বারা সুসজ্জিত। বন্দরের সংরক্ষিত এলাকায় আমদানীকৃত গাড়িসহ বিভিন্ন প্রকার  মালামাল  ও অন্যান্য দাহ্য পদার্থ সমূহের  অগ্নি নিরাপত্তা প্রদান কাজটি গুরুত্বপূর্ণ কাজ। এছাড়া মংলা বন্দর কর্তৃপক্ষের নিকটবর্তী কোন ফায়ার ষ্টেশন না থাকায় জেটি অভ্যন্তরে অকস্মাৎ বড় ধরনের অগ্নিকান্ড সংঘটিত হলে একমাত্র  এ ফায়ার ষ্টেশনটি নির্ভরযোগ্যভাবে দূর্ঘটনা মোকাবেলায় ভুমিকা পালন  করা  হয়ে থাকে। এ ছাড়া বন্দরে আগমনী - নির্গমনী  ও অবস্থানরত  জাহাজে কোন অগ্নি দূর্ঘটনা ঘটলে  বন্দরের  টাগ বোট  অগ্নী প্রহরী, সারথী-২ ও শিবসা  জাহাজের মাধ্যমে অগ্নি নির্বাপন করা হয়ে থাকে।

বন্দর চ্যানেলের নিরাপত্তা:-

বন্দরের ১৩০ কিঃ মিঃ সূন্দরবন পরিবেষ্টিত নেভিগেশনাল চ্যানেল রয়েছে। এই চ্যানেলে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত লুট, ডাকাতি, হাইজ্যাকিং ইত্যাদি দমন ও চ্যানেলে নিরাপদ জাহাজ চলাচলে নিরাপত্তা প্রদানের জন্য মংলা বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ কোস্ট গার্ড , বাংলাদেশ নৌ-বাহিনী ও বাংলাদেশ পুলিশ সমন্বিতভাবে ভূমিকা পালন করে থাকে।

আইএসপিএস কোড :-

১।    মোংলা বন্দরে ২০০৪ সাল হতে আইএসপিএস কোড বাস্তবায়ন করা হয়েছে।
২।    পোর্ট সিকিউরিটি এ্যাসেসমেন্ট ও পোর্ট সিকিউরিটি প্লান রয়েছে যা ডিএ কর্তৃক অনুমোদিত।
৩।    PSP  -  DA কর্তৃক অনুমোদিত (PSAC)।
৪।     SOC -  DA কর্তৃক স্বাক্ষরিত
৫।     নিয়মিত ট্রেনিং ও ড্রিলের রেজিষ্টার সংরক্ষন করা হচ্ছে।
৬।    আইএসপিএস কোড বাস্তবায়ন করনের লক্ষ্যে ০৩ টি মটরসাইকেল ক্রয় করা হয়েছে যা আইএসপিএস সংশ্লিষ্ট কর্মকর্তাদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে।

৭।    নিরাপত্তা মেইন গেটে আর্চওয়ে স্থাপন  করা হয়েছে।
৮।    মোংলা বন্দর কর্তৃপক্ষের  স্থায়ী বন্দরস্থ  যান্ত্রিক, তড়িৎ ও নৌ  প্রকৌশল  ভবন চত্ত্বরের  যান্ত্রিক ও তড়িৎ ভান্ডার এবং মেকানিক্যাল ওয়ার্কশপ, প্রশাসনিক ভবনে  এবং জেটি নিরাপত্তা মেইন গেটে  মনিটরিং করার লক্ষ্যে  সিসিটিভি ক্যামেরা স্থাপন  করা হয়েছে।

৯।    মেটাল ডিটেকক্টর  এর মাধ্যমে জেটি সংরক্ষিত এলাকায় দর্শনার্থীদের দেহ তল্লাশীর ব্যবস্থা নেওয়া হয়েছে।
১০।  Mongla Port Area    -  মোট পোর্ট ফ্যাসিলিটি ৭টি।

 

 

যোগাযোগ:-

লেফটেন্যান্ট কমান্ডার বি এম নূর মোহাম্মাদ, (সি), পিপিএম, বি এন (পি নং-১৭৮৮)

প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি অফিসার

মোংলা বন্দর কর্তৃপক্ষ,মোংলা, বাগেরহাট । পোষ্ট কোড নং-৯৩৫১

টেলিঃ(অফিস): +৮৮০৪৪৬২-৭৫২৩২

মোবাইল: +৮৮০১৪০৪-৪১১৯৬০

ফ্যাক্স: +৮৮০৪৬৬২-৭৫২২৪

ই-মেইল: cso@mpa.gov.bd

 

বিকল্প কর্মকর্তা:

জনাব মোঃ আইয়ুব আলী

সিনিয়র সিকিউরিটি অফিসার ও ডেপুটি পোর্ট ফ্যাসিলিটি অফিসার

মোংলা বন্দর কর্তৃপক্ষ, মোংলা, বাগেরহাট। পোষ্ট কোড- ৯৩৫১

টেলিঃ(অফিস):+৮৮০৪৪৬২-৭৫৩২৩

মোবাইল: +৮৮০১৭১৭-২০১৩১৬

 

 

অগ্নি কর্মকর্তার সাথে যোগাযোগ:

সরদার জাহাঙ্গীর হোসেন

অগ্নি কর্মকর্তা

মোংলা বন্দর কর্তৃপক্ষ, মোংলা, বাগেরহাট। পোষ্ট কোড-৯৩৫১

টেলিঃ(অফিস): +৮৮০৪৪৬২-৭৫৩৫২

মোবাইল: +৮৮০১৯১৬-১৩৭৪৩৬