Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জুলাই ২০২৪

বন্দর নিরাপত্তা

ভূমিকাঃ

মোংলা বন্দরের গুরুত্ব বিবেচনা করে যে কোন ধরনের নাশকতামূলক কর্মকান্ড  হতে দেশী বিদেশী জাহাজের নিরাপদ চলাচল ও অবস্থানসহ বন্দরের জানমাল রক্ষার্থে একটি স্বতন্ত্র নিরাপত্তা বিভাগের প্রয়োজন অনুভূত হয়। এ লক্ষ্যে মোংলা বন্দর যাত্রার প্রারম্ভ হতে মোংলা বন্দরের নিরাপত্তা বিভাগ গঠিত হয়ে প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছে। বন্দরের নিরাপত্তা বিভাগের অধীনস্থ গোয়েন্দা শাখা বন্দরের নিরাপত্তা ও নিরাপত্তার প্রতি হুমকি বিষয়ক কর্মকান্ডের উপর সার্বক্ষনিক নজরদারী করে থাকে এবং আন্তজার্তিক চাহিদার প্রেক্ষিতে ১লা জুলাই ২০০৪ তারিখ হতে এ বন্দরে আইএসপিএস কোড বাস্তবায়ন করা হয়েছে। বন্দরের জেটি এলাকা আইএসপিএস কোড  এর অন্তর্ভুক্ত। নিরাপত্তা বিভাগ কর্তৃক  নিম্নরুপ নাগরিক সেবা  প্রদান করা হয়ে থাকে:

 

প্রদত্ত সেবা সমূহঃ

১. মবক এর সার্বিক নিরপত্তা বিধান।

২. ISPS কোড এর সকল কার্যক্রম মনিটরিং করা।

৩. বন্দর ব্যবহারকারীদের পরিচয়পত্র ও জেটি সরকার লাইসেন্স প্রদান।

৪. আমদানী/রপ্তানী পন্যবাহী যানবাহন ও জন চলাচল নিয়ন্ত্রণ।

৫. খুলনায় অবস্থিত বন্দরের শাখা অফিস, বন্দর আবাসিক এলাকা, স্কুল, মসজিদ, রেষ্টহাউস, অফিসার্স ক্লাব, রুজভেল্ট জেটি, রুজভেল্ট জেটিতে আগত মালামাল ও  নৌযানের সার্বিক নিরাপত্তা বিধান নিশ্চিত করা।

৬. জেটিতে অবস্থানরত সমুদ্রগামী জাহাজের নিরাপত্তা বিধান ও নদীতে টহল প্রদান।

৭. বন্দরের সকল অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজে অংশ গ্রহণ।

 

নিরাপত্তা নীতি বা পলিসিঃ

আন্তর্জাতিক মান সম্পন্ন বন্দরের সকল কার্যক্রমকে সচল ও গতিশীল রাখতে বন্দরের সকল সুবিধা সমূহকে এর ব্যবহারকারীদের নিকট নিরাপদ রাখা এবং বন্দরে আগত জাহাজ এবং মালামাল সমূহের যথাযথ নিরাপত্তা প্রদানই এ বিভাগের মূলনীতি। 

 

নিরাপত্তা প্রদানের ধরণঃ

মোংলা বন্দর কর্তৃপক্ষের সদর দপ্তর, স্থায়ী বন্দর মোংলা, পুরাতন মোংলা, খুলনা ও হিরন পয়েন্ট স্থাপনা সমূহে নিরাপত্তা বিভাগের মাধ্যমে  নিরাপত্তা প্রদান করা হয়ে থাকে। এছাড়া বন্দরে আগত সকল প্রকার জাহাজ ও সকল প্রকার আমদানী-রপ্তানীযোগ্য মালামালের সুরক্ষা এবং বন্দর ব্যবহারকারীর নিকট মোংলা বন্দরকে একটি নিরাপদ বন্দর হিসেবে তুলে ধরতে বিভিন্ন স্তরে নিরাপত্তা নিশ্চিত করে  থাকে।

 

অগ্নি নির্বাপন কার্যক্রমঃ

মোংলা বন্দর কর্তৃপক্ষের স্থায়ী  বন্দরে ১টি  ফায়ার  ষ্টেশন রয়েছে। এ ফায়ার ষ্টেশনটি আধুনিক সরঞ্জামসহ ফায়ার ফাইটিং গাড়ী ও অন্যান্য লজিষ্টিক ইকুইপমেন্ট দ্বারা সুসজ্জিত। বন্দরের সংরক্ষিত এলাকায় আমদানীকৃত গাড়িসহ বিভিন্ন প্রকার  মালামাল  ও অন্যান্য দাহ্য পদার্থ সমূহের  অগ্নি নিরাপত্তা প্রদান করাই মূল লক্ষ্য। এ ছাড়া বন্দরে আগমনী- নির্গমনী  ও অবস্থানরত  জাহাজে কোন অগ্নি দূর্ঘটনা ঘটলে  বন্দরের  টাগ বোট  অগ্নী প্রহরী, সারথী-২ ও শিবসা  জাহাজের মাধ্যমে অগ্নি নির্বাপন করা হয়ে থাকে।

 

বন্দর চ্যানেলের নিরাপত্তাঃ

বন্দরের ১৪৪ কিঃ মিঃ সূন্দরবন পরিবেষ্টিত নেভিগেশনাল চ্যানেল রয়েছে। এই চ্যানেলে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত লুট, ডাকাতি, হাইজ্যাকিং ইত্যাদি দমন ও চ্যানেলে নিরাপদ জাহাজ চলাচলে নিরাপত্তা প্রদানের জন্য মোংলা বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌ-বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌ-পুলিশ সমন্বিতভাবে ভূমিকা পালন করে থাকে।

 

আইএসপিএস কোডঃ

১. মোংলা বন্দরে ২০০৪ সাল হতে আইএসপিএস কোড বাস্তবায়ন করা হয়েছে।

২. পোর্ট সিকিউরিটি এ্যাসেসমেন্ট ও পোর্ট সিকিউরিটি প্ল্যান রয়েছে যা ডেজিগনেটেড অথোরিটি (DA) কর্তৃক অনুমোদিত।

৩. SoCPF - ডেজিগনেটেড অথোরিটি (DA) কর্তৃক অনুমোদিত।

৪. আইএসপিএস কোড এর নির্দেশনা মোতাবেক সাপ্তাহিক ট্রেনিং, ত্রৈমাসিক ড্রিল ও বাৎসরিক এক্সারসাইজ পালন করা হচ্ছে।

৫. আইএসপিএস কোড বাস্তাবায়নের লেক্ষ্যে মবক’র সকল গুরুত্বপূর্ন স্থানে অত্যাধুনিক এক্সেস কন্ট্রোল সিস্টেম স্থাপন করা হয়েছে এবং আর্চওয়ে স্থাপন করা হয়েছে যার মাধ্যমে সর্বচ্চো নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

৬. মবক’র সংরক্ষিত এলাকায় প্রবেশের ক্ষেত্রে অত্যাধুনিক ব্যাগেজ স্ক্যানার এর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

৭. বায়োমেট্রিক রেজিস্ট্রেশন ইউনিট চালু করা হয়েছে, যার মাধ্যমে সেবা সহজীকরন, পেপারলেস, দ্রুত সময়ে পাস/ পরিচয়পত্র ইস্যু ও নবায়ন করা এবং বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা চালু হয়েছে।

৮. অত্যাধুনিক কার পার্কিং ব্যারিয়ার সিস্টেম চালু রয়েছে, এবং আন্ডার ভেইকল সার্ভালেন্স সিস্টেম প্রতিস্থাপনের মাধ্যমে যানবাহনের নিরাপত্তা ও সুশৃঙ্খল যানবহন চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

৯. মোংলা বন্দর কর্তৃপক্ষের সকল গুরুত্বপূর্ণ এলাকায় সার্বক্ষনিক সিসিটিভি দ্বারা সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে এবং আধুনিক ড্রোনের মাধ্যমে মবক’র বিশাল অঞ্চল দ্রুততার সাথে অল্প সময়ে পর্যবেক্ষণ করা হচ্ছে।

১০. মোংলা বন্দরের আওতাধীন ২৪ টি পোর্ট ফ্যাসিলিটিতে আইএসপিএস কোড বাস্তবায়নে তদারকি ও সহযোগীতা প্রদান করা হচ্ছে।

 

যোগাযোগঃ

লেফটেন্যান্ট কমান্ডার এস এম আফজালুল ইসলাম, (জি), বি এন

প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি অফিসার

মোংলা বন্দর কর্তৃপক্ষ,মোংলা, বাগেরহাট ।

পোষ্ট কোড নং-৯৩৫১

টেলিঃ(অফিস): +৮৮০৪৪৬২-৭৫২৩২

মোবাইল: +৮৮০১৩২৯-৬৯৯০১১

ফ্যাক্স: +৮৮০৪৬৬২-৭৫২২৪

ই-মেইল: cso@mpa.gov.bd

 

বিকল্প কর্মকর্তাঃ

লেঃ কমান্ডার মোঃ নজরুল ইসলাম, (এসডি)(এক্স), বিএন (অবঃ)

সিনিয়র সিকিউরিটি অফিসার ও ডেপুটি পোর্ট ফ্যাসিলিটি অফিসার

মোংলা বন্দর কর্তৃপক্ষ, মোংলা, বাগেরহাট।

পোষ্ট কোড- ৯৩৫১

টেলিঃ (অফিস):+৮৮০৪৪৬২-৭৫৩২৩

মোবাইল: +৮৮০১৩২৯-৬৯৯১৩৭

ই-মেইল: nazrul.islam2285@gmail.com

 

অগ্নি কর্মকর্তার সাথে যোগাযোগঃ

মোঃ আব্দুল্লাহ

অগ্নি কর্মকর্তা (সংযুক্তি)

মোংলা বন্দর কর্তৃপক্ষ, মোংলা, বাগেরহাট।

পোষ্ট কোড-৯৩৫১

টেলিঃ(অফিস): +৮৮০৪৪৬২-৭৫৩৫২

মোবাইল: +৮৮০১৩২৯-৬৯৯১৩৯

              +৮৮০১৭১৭-২৪৯২২১

ই-মেইল: abdullahisps22@gmail.com