১) ২০২১ সাল নাগাদ বন্দরে বার্ষিক ১০০০ জাহাজ আনায়ন।
২) বন্দর ব্যবহারকারীদের সেবায় আন্তর্জাতিক মান নিশ্চিতকরন।
৩) পোর্ট ভিত্তিক শিল্পের বিকাশে জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা।
৪) বিশ্ব বাণিজ্য আলোকে বন্দরের আধুনিকায়নের জন্য কাজ করা।
৫) কাজের সুযোগ সৃষ্টি করা এবং জাতীয় কোষাগারে অসাধারণ আর্থিক আয় প্রদান।
৬) টেকসই অর্থনৈতিক উন্নয়নের জন্য নতুন বাণিজ্যিক জানালা উন্মোচন।
মোংলা বন্দর কর্তৃক আন্তর্জাতিক শিপিং লাইন ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জেটি, গুদাম, কার্গো হ্যান্ডলিং যন্ত্রপাতি সুবিধা ও নিরাপদ দিন রাত্র শিপিং এর জন্য বিধান তৈরীর পাশাপাশি চ্যানেল পর্যাপ্ত পানি গভীরতা বজায় রাখার সুবিধা এবং সেবা প্রদান করা।