বন্দর ব্যবহারকারীদের সুবিধার্থে ওয়ান স্টপ সেবাটি বন্দরের জেটি এলাকায় পরিচালিত হচ্ছে। এতে যেসব বিভাগ সরাসরি অপারেশনাল কাজের সাথে জড়িত তাদের সকলকে একটি কক্ষে একত্রিত করা হয়েছে। সুতরাং এর ফলে বন্দর ব্যবহারকারীদের এক বিভাগ থেকে অন্য বিভাগে তাদের কাজের স্বার্থে যেতে হচ্ছে না। তারা একই রুমে অবস্থিত বিভিন্ন বিভাগ থেকে সকল সুবিধা নিতে পারবেন।